উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো আহত আরও দুই জনকে

জুলাই আন্দোলনে চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ আহত আরও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্য তারা রওনা দেন।
বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।
তিনি বলেন, ইতোপূর্বে চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এখন পর্যন্ত সর্বমোট ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হলো।
এএসএস/এআইএস