নুসরাত আমার বন্ধু, আমাদের মধ্যে তুলনা না করাই ভালো : মিমি
নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। দু’জনই টলিউডের অন্যতম সফল নায়িকা। ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন মোটামুটি একই সময়ে। আবার রাজনীতিতে হাতেখড়িও একসঙ্গে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের মিল বিস্তর।
সম্প্রতি ভারতীয় পত্রিকা আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অজানা কথা’য় স্বভাবতই তুলনা টেনে প্রশ্ন এসেছে দুই নায়িকা-রাজনীতিককে নিয়ে?
জবাবে মিমির ব্যাখ্যা, ‘আমি এবং নুসরাত দু’জন আলাদা মানুষ। আমরা বন্ধু। নুসরাত ওর ব্যক্তি জীবনে কী করবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার। আমার ক্ষেত্রেও তাই। আমার মনে হয় এই নিরিখে আমাদের তুলনা না করাই ভালো।’
মিমি মনে করেন, তারকা-রাজনীতিক হওয়ায় তার কাঁধে কিছু বাড়তি দায়িত্ব রয়েছে। তাই যেকোনো সিদ্ধান্তই ভেবে চিন্তে নিতে হয়। বয়স, সময় এবং অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।
পর্দা ও রাজনীতির জগৎ সম্পূর্ণ আলাদা। চ্যালেঞ্জের চরিত্রও অন্য রকম। কীভাবে সামলান সবকিছু? এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, ‘আমার নিজস্ব কিছু লড়াই আছে। সেগুলো আমার জন্য কেউ লড়ে দেবে না। নিজেই লড়তে হবে।’
তিনি বলেন ‘আমি মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। কোনো সমস্যা হলে মনোবিদের কাছেও যাই। আমি জীবনে কী চাই, কী করব আমি জানি। পরিবারের পর আমার কাছে কাজই সব কিছু। যত দিন পারব, নিজের সবটা দিয়ে কাজ করব।’
এমএইচএস