‘ওরা বলেছিল ঝড় এলে উড়ে যাবে’, নুসরতের কড়া জবাব ‘আমিই ঝড়’

ফ্ল্যাট দুর্নীতির মামলায় নতুন বিতকের মুখেই সোমবার কলকাতারা আলিপুর দায়রা আদালতে টানা ৬ ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছেন তারকা সাংসদ নুসরাত জাহান। তবে দমে যাননি, সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।
বিজ্ঞাপন
জানিয়ে দিয়েছেন, যত ঝড়-ঝাপটাই আসুক, তিনি ঠিক মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবেন।
ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি লিখেন, ‘ওরা ফিসফিস করে বলেছিল, ঝড় এলে তুমি উড়ে যাবে। কিন্তু ওদের কাছে পালটা উত্তর গেছে, আমিই ঝড়…।’ এই পোস্টের মাধ্যমে সব টানাপোড়েনের মাঝেও দৃঢ় মানসিকতার বার্তা দিয়েছেন নুসরাত।
বিজ্ঞাপন
এর আগে শনিবার নিজের ইনস্টা স্টোরিতে এ অভিনেত্রীর লিখেছিলেন, ‘সত্যি চিরন্তন, অপরিবর্তিত। যদিও পরিস্থিতি নির্বিশেষে তাতে রং চড়িয়ে বিকৃত করার চেষ্টা চলে বিভিন্ন সময়ে। তবে সত্যিটা ঠিক সামনে আসবেই। আর যারা এই সত্যিটা বোঝেন না, তারা ঠিক একদিন ধ্বংস হবে।’
এদিকে ফ্ল্যাট দুর্নীতির মামলায় জড়িয়ে এ অভিনেত্রীকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। অনেকেই ফ্ল্যাট বিতর্কে তার দিকেই আঙুল তুলেছেন। তবে নুসরাতও বুঝিয়ে দিয়েছেন তিনি দমে থাকার পাত্রী নন।
এমএসএ