কেন্দ্রে টাকা বিতরণকালে চেয়ারম্যান প্রার্থীর ভাই আটক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় মো. কারিফ (৩৮) নামে এক পোলিং এজেন্টকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় ওই ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কারিফ নাটাই উত্তর ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী হালিম শাহ মো. লীল মিয়ার ছোট ভাই।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার জানান, স্বতন্ত্র প্রার্থী হালিম শাহর ছোট ভাই ও পোলিং এজেন্ট কারিফ ভোটকেন্দ্রের ভেতরে বসে মোবাইলফোনে কথা বলছিলেন। কেন্দ্রে দায়িত্বরতরা তাকে মোবাইলফোন জমা দেওয়ার কথা বললেও তিনি জমা দেননি।
এ ছাড়া তিনি ভোট কেনার জন্য টাকা বিতরণ করছিলেন। এ সময় তাকে ২৬ হাজার ৮০০ টাকা এবং মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর তাকে নির্বাচনী আচরনবিধিমালা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজিজুল সঞ্চয়/এনএ