বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যক্তির বাড়ির গ্রিল ভেঙে ডাকাতি এবং তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, অভিযোগে অসংগতি রয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্যাতনের স্বীকার গৃহবধূকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক ও মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, রাত ২টার পরে জানালার গ্রিল ভেঙে ৮-১০ জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজন মিলে স্ত্রীকে ধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা এবং ৯ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ করা হতে পারে। মূলত এক পক্ষের সঙ্গে অপর পক্ষের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে জানান তিনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ওই বাড়ির মালিকের অভিযোগে অসংগতি পাওয়া গেছে। ওই ব্যক্তি তার প্রতিবেশীর নামে মামলা দিতে চাইছেন। এ ছাড়া এতগুলো লোক ওই বাড়িতে হানা দিলেও আশপাশের কোনো মানুষ টের পায়নি।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাটি আরও খতিয়ে দেখছে। ওই নারীকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তানজীম আহমেদ/আরআই