কলেজে হঠাৎ দেশি অস্ত্র নিয়ে মহড়া, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে একদল তরুণ। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের শিক্ষক আবদুল হান্নান এ বিষয়ে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া দেখে তাৎক্ষণিক পুলিশকে খবর দিই। তারা খুব অল্প সময় ক্যাম্পাসে অবস্থান করে। তিনি আরও বলেন, মহড়ায় অংশ নেওয়া সবাইকে চিনতে পারিনি।
তবে কলেজের শাখা ছাত্রদল নেতাদের অভিযোগ, মহড়ায় অংশ নেওয়া সবাই ছাত্রলীগের কর্মী। ওই সময় ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস-ছাড়া করে তারা। তাদের পাঁচজন কর্মীকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীদের। এদিকে কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্র হাতে মহড়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ভাইরাল হয়ে যায়।
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা জানান, করোনা মহামারির কারণে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে আজ তারা কলেজে যান। সকাল ১০টার দিকে তিনিসহ ১৫ থেকে ১৬ জন নেতাকর্মী একসঙ্গে ছিলেন। ওই সময় ছাত্রলীগ নেতা সাইফ হাসানের নেতৃত্বে প্রায় ২০ জন নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রদলের পাঁচজন নেতাকর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ বিষয়ে সাইফ হাসান বলেন, ছাত্রদলের প্রায় ৩০ নেতাকর্মী ক্যাম্পাসে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছিল। এতে আমরা বাধা দিই। ওই সময় কোনো হামলার ঘটনা ঘটেনি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে যারা মহড়া দিয়েছে, তারা ছাত্রলীগের কোনো শাখারই সদস্য নন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মহড়ার কোনো বিষয় দেখতে পায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মহড়ার ছবি দেখেছি। হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব খান/এনএ