বাগেরহাটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮
বাগেরহাটে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়াল। নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ২৬২।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে নমুনা পরীক্ষা হয়েছে ১৩৬ জনের। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩ জন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন।
তিনি বলেন, কয়েকদিনের তুলনায় শনাক্তের হার অপেক্ষাকৃত কমেছে। আমরা করোনা টেস্টের পরিমাণ বৃদ্ধি করছি, যাতে নীরব সংক্রমণ বন্ধ হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ উপজেলা মোংলা ও মোরেলগঞ্জের ওপর আমাদের বিশেষ খেয়াল রয়েছে। মোংলায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলছে। যার ফলে মোংলাতেও সংক্রমণের হার কিছুটা কমেছে। ধীরে ধীরে সংক্রমণের হার আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তানজীম আহমেদ/এইচকে