বেশি মুনাফার লোভে দেশি কাপড়ে বিদেশি ট্যাগ!

বেশি মুনাফার লোভে দেশি কাপড়ে বিদেশি ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডে অবস্থিত বেবী প্লাজায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) চলমান তদারকি অভিযানে এ জরিমানা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযান সূত্রে জানা যায়, বেবী প্লাজায় মেসার্স অন্তরা পয়েন্টকে দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে মেসার্স নিউ ফ্যাশনকে বাংলাদেশি পণ্যে ইন্ডিয়ান ট্যাগ লাগানো, অতিরিক্ত মূল্য নির্ধারণসহ অন্যান্য অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া কোনো প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে এবং ক্রেতা ভোক্তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাসিম, মো. হুসাইন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
তাছিন জামান/এএমকে