ফ্রিজ থেকে সাড়ে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির ফ্রিজ থেকে সুন্দরবনের হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সবেদ গাজীর ছেলে ইয়াছিন গাজীর বাড়ির ফ্রিজ থেকে সাড়ে তিন কেজি পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাংস উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যে বাড়ি থেকে মাংস পাওয়া গেছে, সেখানে কোনো মানুষ উপস্থিত ছিল না।
ইব্রাহিম খলিল/এমজে