আখাউড়া সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ বিভিন্ন মডেলের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আখাউড়া সীমান্তের বাউতলা ছয়ঘরিয়া এলাকা থেকে ডিসপ্লেগুলো জব্দ করা হয়। তবে এ সময় চোরাকারবারি কাউকে আটক করা যায়নি।
এদিন দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবির ৬০ ব্যাটালিয়ান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে আখাউড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের গংগাসাগর বিওপির একটি টহল দল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে আখাউড়ার সীমান্ত পিলার ২০২৪/৭-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা ছয়ঘরিয়া নামক স্থানে বস্তায় মোড়ানো পাঁচটি বাক্স ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে সেই বাক্সগুলো জব্দ করে তল্লাশি চালানো হলে তাতে ভারতীয় ২ হাজার ৮টি বিভিন্ন মডেলের মোবাইলের ডিসপ্লে পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি টাকা। সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাজহারুল করিম অভি/এফআরএস