নড়াইলে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় সৎমা আটক
নড়াইলে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার সৎমা রহিমা বেগম ও চাচি রুমা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার মির্জাপুর থেকে তাদের আটক করা হয়।
নিহত শিশুটির নাম রাশেদুল হাসান (৪)। সে নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর মির্জাপুর গ্রামে দাদার বাড়িতেই থাকত শিশু রাশেদুল। কিছুদিন পর সেই বাড়িতে রাশেদুলের সৎমা হয়ে আসেন রহিমা বেগম। সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল রাশেদুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মাঝরাতে বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় তার মরদেহ। এতে পরিবারের সন্দেহের তীর যায় সৎমা রহিমার দিকে। পরে তাকে জিজ্ঞাসাবাদে সত্যতা মেলে। রাশেদুলকে শ্বাসরোধে হত্যার পর ডোবায় ফেলার কথা স্বীকার করেন তিনি। সেই কাজে তাকে রাশেদুলের চাচি রুমা বেগম সহযোগিতা করেছেন বলেও জানান। এরপর স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সৎমা ও চাচিকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ