চাঁদপুরে দীপু মনিসহ সাবেক তিন মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা
চাঁদপুরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির ভাই জে আর ওয়াদুদসহ ৬০০ জনের বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় সাড়ে ৩০০ জন ও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।
বুধবার (২৮ আগস্ট ) বিকেলে মামলাটি করেন মুক্তার আহমেদ নামে এক ব্যক্তি। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর।
এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনির মদদে এজাহারনামীয় আসামিরা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। এতে অনেক শিক্ষার্থীসহ সাধারণ লোকজনও আহত হন।
আরও পড়ুন
এর আগে দীপু মনি ও তার ভাই জে আর ওয়াদুদসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। এ নিয়ে চাঁদপুর মডেল থানায় মোট তিনটি মামলা করা হলো।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা দীপু মনির বিরুদ্ধে ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন।
উল্লেখ্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২০১৪-২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।
আনোয়ারুল হক/এসকেডি