রাতে ঘুরে ঘুরে ডাকাতি করেন তারা

জামালপুর মেলান্দহ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ( ১২ নভেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠায়।
বিজ্ঞাপন
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকায় ডাকাতির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রোরবার মধ্যরাতে পাহাডিপটল এলাকায় কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, তালা খোলার রড পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
রকিব হাসান নয়ন/এএএ