যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকারঘাট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, সোমবার ৭টার দিকে উদয় শংকর টেকারগাট বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই সড়কে তাকে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের লোকজন হঠাৎ গুলি করার একটি আওয়াজ শুনতে পায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদয় শংকরকে মোটরসাইকেল থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ্যান্টনি দাস অপু/এএএ