মাটিতে পুঁতে রাখা হয়ে ছিল ৮৬টি স্বর্ণের বার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৬টি স্বর্ণের বার জব্দ করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার যাদবপুর এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহীন আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গত দুই দিন আগে আমরা চোরকারবারিদের ধরতে একই এলাকায় অভিযান পরিচালনা করি। কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর আমাদের সোর্সের মাধ্যমে খবর পেয়ে আবারো আজ অভিযান চালানো হয়। পরে যাদবপুর এলাকার একটি কলা বাগানের মধ্য থেকে মাটিতে পুঁতে রাখা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয় । এ সময় কাউকে আটক করা যায়নি। যার ওজন ১১ কেজি ১০০ গ্রাম।
এছাড়াও পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার নতুনপাড়া সীমান্ত থেকে আরও পাঁচটি স্বর্ণের বারসহ (৬০০ গ্রাম) আব্দুস শুকুর (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা করা হবে।
আল-মামুন/আরএআর