নেই অনুমতি, তিনি দিতেন পল্লি চিকিৎসা প্রশিক্ষণ
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট পল্লিচিকিৎসক প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক মো. আবু বকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা সদরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানটিকে সিলগালা করার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন মোরেলগঞ্জে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করলেও তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। ফলে প্রতিষ্ঠানের পরিচালক মো. আবু বকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।
তানজীম আহমেদ/এনএ