কবরস্থানের নামে বরাদ্দ হওয়া অর্থ আত্মসাতের ঘটনা তদন্তের নির্দেশ
গাইবান্ধায় প্রকল্প গোপন করে কবরস্থানের নামে বরাদ্দ হওয়া অর্থ আত্মসাতের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন।
তিনি জানান, সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবুর প্রকল্প গোপন করে অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তাকে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব, তদন্ত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল ‘কবরস্থানের মালিক জানেন না, বরাদ্দের টাকা আত্মসাৎ করলেন চেয়ারম্যান’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের সদর উপজেলার ১৩টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণের প্রথম পর্যায়ে ৩২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৮নং বোয়ালী ইউনিয়নের ‘খামার চান্দের ভিটা বাকি মেম্বারের বাড়ির পার্শ্বে কবরস্থানে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণ’ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৯৭ হাজার টাকা। প্রকল্পের সভাপতি ও ওই ইউনিয়েনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সাবু প্রকল্প গোপন করে চেয়ারম্যান হিসেবে ওই কবরস্থানে ৭০ ট্রাক মাটি কিনে দেওয়ার কথা জানিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করেন। কবরস্থানের নামে সরকারিভাবে টিআরের যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা কবরস্থানের মালিক পক্ষকে জানানো হয়নি।
ওই কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাজু মিয়া বলেন, এটি আমাদের পারিবারিক কবরস্থান। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কবরস্থানের প্রাচীর নির্মাণ করছি। আমাদের কবরস্থানের নামে সরকারিভাবে কোনো অর্থ বরাদ্দ হয়েছে কি না, তা আমরা জানি না। মাটি ফেলার সময়ও আমাদের জানানো হয়নি। শহিদুল ইসলাম সাবু প্রকল্প গোপন করে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কবরস্থানে মাটি ভরাটের কথা জানিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি শহিদুল ইসলাম সাবু এই প্রতিবেদকের ওপর চড়াও হন এবং কবরস্থানের অর্থ আত্মসাতের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি ফোন কেটে দেন।
শহিদুল ইসলাম সাবু ২০২১ সালের ১১ নভেম্বর চশমা প্রতীক নিয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিপন আকন্দ/আরএআর