খৎনা করতে গিয়ে গোপনাঙ্গ কর্তন, দুই ভাই গ্রেপ্তার
খৎনা করতে গিয়ে শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার দুই ভাইকে গ্রেপ্তার করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা। সোমবার (১১ এপ্রিল) রাতে মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিপাহীপাড়া এলাকার মো. ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় মো. মনজুর আলমের আট বছরের ছেলেকে খৎনা করার জন্য সিপাহীর পাড়ার মেসার্স জাহেদ মেডিকোতে নেন। সেখানে খৎনার করানোর সময় পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির গোপনাঙ্গ কেটে ফেলে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। কিন্তু এ ঘটনায় মামলা বা বাড়াবাড়ি না করতে শিশুটির বাবা-মাকে ভয়ভীতি দেখান পল্লী চিকিৎসক জয়নাল আবেদন ও তার পরিবারের লোকজন। এমনকি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেন।
এর প্রায় দুই মাস পর শিশুটির বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলা করেন। মামলা হলেও আসামি গ্রেপ্তার হয়নি। একপর্যায়ে আসামিদের গ্রেপ্তার করতে অভিযানে নামে র্যাব। দুই আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাবের সদস্যরা।
গ্রেপ্তার আসামিদের মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা বিল্লাল উদ্দীন।
সাইদুল ফরহাদ/আরএআর