চোখে-মুখে লাল কাপড় বেঁধে ফেসবুকে নীরব প্রতিবাদ
কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদে ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে অনেকে লাল রঙের ফেসবুক প্রোফাইল পিকচারও দিয়েছেন।
সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সরকার দেশব্যাপী আজ শোক ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে দেখা যায়, অনেকে প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয়ভাবে ছবি দিয়েছেন। ফলে ফেসবুক লাল রঙের প্রোফাইল ফটোতে সয়লাব হয়ে গেছে।
আরও পড়ুন
লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইনে প্রচার চালানো।
কেএইচ/এসএসএইচ