মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিতে আহত জবি শিক্ষার্থী
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। আহত মানা মুন উর রশিদ হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ত্রয়োদশ আবর্তনের শিক্ষার্থী।
রোববার রাতে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। পরদিন সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজ সকালে ভুক্তভোগীর সহপাঠীরা এসেছিল। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভুক্তভোগীর সহপাঠী মো. ফয়সাল বলেন, রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বাসায় ফেরার সময় হঠাৎ দুজন ছিনতাইকারী পেছন দিক থেকে মানা মুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
এমএল/এমজে