কলকাতা নাইট রাইডার্স দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল সাকিব আল হাসানের। ২০২১ মৌসুমেও সেখানেই ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শাহরুখ খানের দলটি তাকে দলে ভিড়িয়েছে ৩ কোটি ২০ লাখ রুপিতে।
২০২১ আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে এক কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কাটার মাস্টার খ্যাত এই পেসারের ভিত্তিমূল্যও ছিল এক কোটি। ভিত্তিমূল্য দিয়েই তাকে দলে নিয়েছে রাজস্থান।
আইপিএল ২০২১ এর নিলামে শুরুতে বাজিমাত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ কোটি রূপিতে তাকে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
যুবরাজকে ছাড়িয়ে এখন আইপিএল নিলামে সবচেয়ে বেশি মূল্যের ক্রিকেটার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এই শাহরুখ খান অভিনেতা নন, ক্রিকেটার। তামিল নাড়ুর এই অলরাউন্ডার বিক্রি হয়েছেন ৫ কোটি ২৫ লাখ রুপিতে। তাকে কিনেছে অভিনেত্রী প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।