নেইমার

;

১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোয় জন্ম নেন নেইমার।

;

সাত বছর বয়সেই ফুটবলের দীক্ষা নেয়া নেইমার সান্তোসের বয়সভিত্তিক পর্যায় খেলে মূল দলে অভিষিক্ত হন ২০০৯ সালে। 

;

ব্রাজিল জাতীয় দলে অভিষেক ২০১০ সালে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেদিন গোল করেছিলেন তিনি।

 

;

২০১৩ সালে ইউরোপিয়ান ফুটবলে পা রাখেন, গন্তব্য বার্সেলোনা।

;

বার্সেলোনাকে জেতান দুটো লিগ, তিনটি কোপা দেল রে আর একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

;

আলোচিত-সমালোচিত এক দলবদলে ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি। 

;

যে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লক্ষ্যে তাকে দলে ভিড়িয়েছিল পিএসজি, সে লক্ষ্যের খুব কাছে থেকেও ফিরেছেন ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে। 

;