ঘুমের আগে যেসব খাবার খেলে ওজন কমবে

;

কলা

কলা পুষ্টিকর একটি ফল যা ওজন কমাতে কার্যকরী। ঘুমের আগে কলা খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে।

;

ভেজানো বাদাম

রাতে ক্ষুধা পেলে কিছু ভেজানো বাদাম খেয়ে নিন। এতে ক্যালোরি কম এবং পুষ্টি বেশি থাকে। এটি বাড়তি মেদ দূর করতে সাহায্য করে। ভিজিয়ে রাখা বাদাম খোসা ছাড়িয়ে খাবেন।

;

পিনাট বাটার

ব্রেডের সঙ্গে পিনাট বাটার খান। বাদামে থাকা প্রোটিন পেশী তৈরিতে সাহায্য করে। পাশাপাশি বাড়ায় বিপাকক্রিয়া। যা সকালে ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

;

দই

ঘুমের মধ্যে পেশী গঠনের জন্য ভালো কাজ করে দই। রাতে এক বাটি দই খেলে মুক্তি পাওয়া যায় ঘুমের সমস্যা থেকে। এতে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট যা ওজন কমাতে সাহায্য করে।

;

পনির

ওজন কমাতে সাহায্য করে পনির। এতে থাকে প্রোটিন যা শরীরের জন্য প্রয়োজনীয়। এতে থাকা ট্রিপটোফান ঘুমে সাহায্য করে।

;

ব্রোকলি

ব্রোকলিতে রয়েছে প্রোটিন, ফাইবার এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। এতে অনেক কম ক্যালোরি রয়েছে। ব্রোকলি বার বার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

;

মাশরুম

নিয়মিত মাশরুম খেলে শরীরে জমে থাকা বাড়তি চর্বি ঝরানো সহজ হয়। যেকোনো লাল মাংসের বদলে মাশরুম খাওয়ার অভ্যাস করুন। রাতের খাবারে মাশরুম রাখতে পারেন।

;

পেস্তা বাদাম

পেস্তা বাদামে আছে হেলদি ফ্যাট, প্রোটিন এবং ডায়েটারি ফাইবার। এতে থাকা ফ্যাট হলো আনস্যাচুরেটেড ফ্যাট। যা ব্রেন ও হার্ট ভালো রাখে। পাশাপাশি কমায় ওজন।

;