রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত টমেটো খান। এতে থাকা লাইকোপেন শ্বাসযন্ত্রের সুরক্ষায় কাজ করে। বাতাসে থাকা ক্ষতিকর রোগ-জীবাণু থেকে বাঁচতে সাহায্য করে লাইকোপেন।
ফুসফুস ভালো রাখতে নিয়মিত গাজর খান। এতে আছে বিটা ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট। এসব উপাদান ফুসফুস ভালো রাখতে কাজ করে।
নিয়মিত হলুদ খেলে ফুসফুস থাকে সুরক্ষিত। শ্বাসকষ্ট ও কফের মতো সমস্যাও দূরে রাখে এটি। দূষিত কণার হাত থেকে ফুসফুসকে রক্ষা করে হলুদ।
কফি ফুসফুস ভালো রাখতে কাজ করে। সেজন্য খেতে হবে ব্লাক কফি। তবে খুব বেশি পান করা যাবে না। খেতে হবে পরিমিত।
ফুসফুস ভালো রাখতে কার্যকরী একটি উপাদান হলো তুলসিপাতা। প্রতিদিন তুলসিপাতার রস খেলে ফুসফুসের দূষিত পদার্থ দূর হয়।
কমলা, লেবু কিংবা এজাতীয় ফল ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। এসব ফল নিয়মিত খেলে মিলবে উপকার।
শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে গুড়। গুড়ের সঙ্গে তিল মিশিয়ে খেলে এর কার্যকারিতা বেড়ে যায়।
নিয়মিত আমলকি খেলে ভালো থাকে ফুসফুস। এতে থাকা ভিটামিন সি নানা ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে সাহায্য করে।
এই ফলে আছে ফেনোলিক যৌগ ও ফ্ল্যাভনয়েড। যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত আপেলের জুস পান করলে শ্বাসকষ্ট দূরে থাকে।
গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ফুসফুসের প্রদাহ কমিয়ে কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফুসফুস ভালো রাখতে প্রতিদিন দুইকাপ গ্রিন টি পান করুন।