প্রাকৃতিক আন্টিবায়োটিকের কাজ করে যেসব ভেষজ

;

তুলসি পাতা

উপকারী এই পাতায় আছে এক ধরনের অ্যালকালয়েড যা সর্দি এবং জ্বর সারাতে কাজে লাগে। এটি জমে থাকা কফ বের করে দিতেও সাহায্য করে।

;

দারুচিনি

যেকোনো ধরনের জীবাণু প্রতিরোধ করতে ভূমিকা রাখতে পারে দারুচিনি। এটি জীবাণুকে সরাসরি ধ্বংস করতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণ রোধেও এটি কার্যকরী।

;

লবঙ্গ

গলায় ব্যাকটিরিয়াল ইনফেকশন কিংবা ব্যথা হলে তা কমাতে সাহায্য করে লবঙ্গ। এছাড়া এটি টনসিল সারাতেও সমান কার্যকরী। পাশাপাশি কমায় মাড়ি ও দাঁতের ইনফেকশনও।

;

গোলমরিচ

জ্বর কমাতে কার্যকরী গোলমরিচ। পাশাপাশি এটি যেকোনো ব্যাকটিরিয়াল ইনফেকশন কমাতেও সাহায্য করে।

;

থানকুনি পাতা

পেটের সমস্যা যেমন আমাশয়, ডায়েরিয়া ইত্যাদির জীবাণু দূর করে থানকুনি পাতা। প্রতিদিন ৮-১০টি থানকুনি পাতা চিবিয়ে খেলে উপকার পাবেন। এটি রস করেও খাওয়া যায়।

;

আদা

শরীরের বিভিন্ন ধরনের জীবাণু দূর করতে আদার বিকল্প নেই। এটি শরীরের বিপাকক্ষমতা বাড়াতে সাহায্য করে।

;

হলুদ

হলুদে আছে কারকিউমিন। এটি অ্যান্টি ফাংগাল ও অ্যান্টি প্যারাসাইটিক উপাদান, যারোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে।

;

আমলকি

পেটের নানা সমস্যা দূর করে আমলকি। এটি সব ধরনের ক্রনিক ইনফেকশন প্রতিহত করে।

;

আনারসের পাতা

কৃমির সমস্যা থাকলে কাজে লাগাতে পারেন আনারসের পাতা। এর নিচের দিকের সাদা অংশের রস খেলে কৃমি দূর হয়।

;