গরমে উপকারী পানীয়

;

ডাবের পানি

ডাবের পানি আলাদা করে তৈরি করতে হয় না। এটি প্রাকৃতিকভাবেই তৈরি থাকে। এতে আছে প্রচুর পটাশিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ। গরমে ডাবের পানি বিশেষ উপকারী।

;

ফলের রস

গরমের সময়ে বিভিন্নরকম ফল পাওয়া যায়। সেসব ফলের রস তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরে পানির চাহিদা পূরণ করে। এসময় তরমুজ, আম, কমলা, আঙুর, লিচু ইত্যাদির রস খেতে পারেন।

;

জিরাপানি

হজমক্ষমতা ভালো রাখতে কাজ করে এই পানীয়। গরমে ভাজাভুজি, মশলাদার বা ভারী কোনো খাবার খাওয়ার পরে জিরাপানি খেতে পারেন। এতে হজমে সমস্যা হবে না। সেইসঙ্গে থাকবেন সতেজও।

;

লাচ্ছি

মিষ্টি দই দিয়ে তৈরি এই পানীয় অনেকেরই পছন্দ। গরমে তৃষ্ণা মেটাতে লাচ্ছি বেশ কার্যকরী। ইফতারেও রাখতে পারেন এই স্বাস্থ্যকর পানীয়।

;

বোরহানি

টক দই, পুদিনা পাতা, কাঁচা মরিচ, ভাজা জিরা ইত্যাদি দিয়ে তৈরি বোরহানি বেশ স্বাস্থ্যকর একটি পানীয়। গরমে এক গ্লাস বোরহানি ফিরিয়ে দিতে পারে স্বস্তি।

;

লেবুর শরবত

গরমে পানীয়র মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লেবুর শরবত। চিনি, পানি ও লেবুর রস দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই শরবত। প্রচণ্ড গরমে লেবুর সুগন্ধ সতেজ অনুভূতি দেয়। এর টক-মিষ্টি স্বাদও অনন্য।

;

তেঁতুলের শরবত

তেঁতুলের কাঁথ, পানি ও চিনি দিয়ে তৈরি করা হয় তেঁতুলের শরবত। এটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে দুই-এক টুকরা বরফ মিশিয়ে খেতে পারেন।

;

কাঁচা আমের শরবত

গরমে প্রাণ জুড়াতে পান করতে পারেন কাঁচা আমের শরবত। কাঁচা আমের রস বের করে তার সঙ্গে পানি, চিনি ও লবণ মিশিয়ে এই পানীয় তৈরি করা যায়। ভিটামিন সি যুক্ত এই শরবত গরমে বেশ উপকারী।

;