সম্প্রতি এ অভিনেত্রী অবকাশ যাপনে কক্সবাজার সমুদ্র সৈকতে গেছেন। যেখানে যাওয়ার পর বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

;

ইন্সটাগ্রাম ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সমাজকে নয়, নিজের আত্মাকে সন্তুষ্ট করুন।’

;

ফ্যাশন-সচেতন তিশা ভ্রমণের সময়েও সাজপোশাকের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেননি।

;

স্লিভলেস ব্লেন্ড অফ শোল্ডার ড্রেসে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। চোখে রোদ চশমা আর মিষ্টি হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে।

;

খোলা চুলে ঠোটে গোলাপি লিপস্টিক আর চোখের চাহনি ভিন্ন আবেদন যোগ করেছে।

;

ফ্লোরাল প্রিন্ট ড্রেসের সঙ্গে ম্যাচ করে হাতে পরেছেন ঘড়ি এ যেন এক অন্য তানজিন তিশা।

;

ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়।

দেখুন ঢাকা পোস্ট এ
;