ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী, শ্যুটিং শেষ করেই অবসর কাটাতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
;
দূরদেশে কেমন আছেন, তা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিচ্ছেন নিয়মিত।
;
নিউইউর্কের ব্রুকফিল্ড প্যালেসে নিজেকে ধরা দেন মেহজাবীন। পরনে ছিল কালোর ওপর সাদা ডিজাইনের বডি কোন।
;
ভ্যানিটি ব্যাগ, হাতে সোনালী বেল্টের ঘড়ি; লো মেকআপ লুক, টানাটানা চোখে ক্যামেরায় পোজ;
;
আলতো হাসির মিষ্টি চাহনি যেন অনুরাগীদের মন জয় করতেই যথেষ্ট তার জন্য।
;
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া এই ছবিগুলো দেখে ভক্ত অনুরাগীদের সাড়াও ছিল দেখার মত।
;
সম্প্রতি ‘তিথিডোর’ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় নাড়িয়ে দিয়েছেন মেহজাবীন।
;
এছাড়াও মেহজাবীনের ক্যারিয়ারে আছে অসংখ্য নাটক ও ওয়েব সিরিজ। বর্তমানে সিনেমাতেও নাম লিখিয়েছেন।
;
তবে যুক্তরাষ্ট্র থেকে কবে ফিরবেন, তা এখনও জানাননি মেহজাবীন।
দেখুন ঢাকা পোস্ট এ
;