পর্যটকদের জন্য দরজা খুলল সিকিম
পর্যটকদের জন্য আবারও দরজা খুলল সিকিম। করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকলেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিকিম যাওয়া যাবে। সোমবার (০৫ জুলাই) থেকে ভারতের সিকিম খুলে দেওয়া হয়েছে পর্যটনের জন্য।
এক বিবৃতিতে বলা হয়েছে, সিকিম যেতে হলে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেই কেবল প্রবেশের অনুমতি মিলবে। রংপো এবং মেল্লি দিয়ে ঢুকতে পারবেন পর্যটকরা।
৫০ শতাংশ ভর্তির অনুমতি দিয়ে চালু করা হচ্ছে হোটেল, রেস্তরাঁ, হোমস্টের পরিষেবা। তবে সবক্ষেত্রে সবাইকেই কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে।
‘সিকিম হো়টেল অ্যান্ড রেস্তরাঁ অ্যাসোসিয়েশন’ স্বাগত জানিয়েছে এই পদক্ষেপকে। নিয়ম মেনে চলার আশ্বাসও দেওয়া হয়েছে তাদের তরফে। পর্যটকদের সুরক্ষা তাদের কাছে গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়েছে।
গত মার্চ মাস থেকে সিকিমে পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয়েছিল। মূলত পর্যটন নির্ভর জায়গা হলেও করোনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এইচকে