দক্ষিণ এশিয়ার যেসব জায়গা থেকে হিমালয় দেখা যায়
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখার স্বপ্ন রয়েছে অনেকের। এভারেস্টের চূড়ায় উঠে পৃথিবীকে নতুনভাবে দেখার ইচ্ছেও রয়েছে। শুধু হিমালয় দেখার আকাঙ্ক্ষা নিয়ে অনেক পর্যটক এসব জায়গায় ভ্রমণ করে থাকেন।
প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত এসব জায়গা বিভিন্ন দর্শনীয় স্থানের কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় ও আকর্ষণীয়। এসব জায়গায় রয়েছে হ্রদ, পাহাড়পর্বত সহ আরও অনেক কিছু।
আজ আপনাদের বলবো দক্ষিণ এশিয়ার যেসব জায়গা থেকে হিমালয় দেখা যায় সেসব জায়গা সম্পর্কে-
১. সিকিম
ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত সিকিমে হাজারো পর্যটক বেড়াতে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য। এটি হিমালয়ের খুব কাছে অবস্থান করার কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি আকর্ষণীয় জায়গা। এখানে রয়েছে মনোমুগ্ধকর পাহাড়। এছাড়া এখানে রয়েছে সন্ন্যাসীদের থাকার জন্য কয়েকটি আশ্রম। খেচেওপেলরি হ্রদ, রিমবি জলপ্রপাত এবং ছাংগু হ্রদসহ আরও অনেক হ্রদ।
২. হিমাচল প্রদেশ
ভারতের আরেকটি অঙ্গরাজ্য হিমাচল প্রদেশ থেকেও হিমালয় দেখা যায়। এই কারণে পর্যটকরা দূরদূরান্ত থেকে এখানে আসেন। এই প্রদেশে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে মানালির হাদিম্ব দেবীর মন্দির, মানাকিরান গুরুদুয়ারা ও দালাইলামা মন্দির। পর্যটকরা এসব সৌন্দর্য দেখে অভিভূত হয়ে থাকেন।
৩. উত্তরাখন্ড
উত্তরাখন্ডকে বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী। ভারতে অবস্থিত প্রদেশটি অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত জায়গা। এখানে রয়েছে একটি জঙ্গল যেখানে পর্যটকরা এসে থাকেন অ্যাডভেঞ্চারের জন্য। এখান থেকেও হিমালয় দেখা যায়।
৪. কাশ্মির
পৃথিবীর মানচিত্রে ভূস্বর্গ খ্যাত কাশ্মিরে রয়েছে অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ। এখানে রয়েছে অসংখ্য পাহাড়। পাহাড়প্রেমী পর্যটকদের কাছে কাশ্মির অত্যন্ত প্রিয় জায়গা। নেপালে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট এখান থেকেও দেখা যায়।
৫. নেপাল
প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত নেপালে রয়েছে মনোমুগ্ধকর ন্যাশনাল পার্ক ও মন্দির। এখানে অবস্থিত স্বয়ম্ভূনাথ স্তুপা মন্দিরটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির হিসেবে জাতিসংঘের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সংস্থা ইউনেস্কোর ঐতিহ্যবাহী তালিকায় রয়েছে। এখানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ খুব কাছ থেকে দেখা যায়।
৬. ভুটান
নেপালের প্রতিবেশী দেশ ভুটান থেকে সহজেই হিমালয় দেখা যায়। এছাড়া ভুটানে রয়েছে ন্যাশনাল মিউজিয়ামসহ আরও অনেক দর্শনীয় স্থান। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো হিমালয়। পর্যটকরা শুধু হিমালয় দেখার জন্য এখানে বেড়াতে আসেন।
এইচএকে/এএ