হোয়াটসঅ্যাপে স্টিকার দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন যেভাবে
ইন্টারনেট নির্ভর এই জীবনে নিঃসন্দেহে শুভেচ্ছা জানানোর প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। আর শুভেচ্ছা বার্তা আদানপ্রদানের ক্ষেত্রে কল, মেসেজ, কোটস (quotes)-এর পাশাপাশি এখন হোয়াটসঅ্যাপ স্টিকারই বেশি পছন্দ। তাহলে চলুন কীভাবে নতুন বছরের হোয়াটসঅ্যাপ স্টিকার (Happy New Year Sticker 2022) ডাউনলোড করে কাকে পাঠাবেন সে বিষয় জেনে নিই-
-স্টিকার পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি যাকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তার চ্যাট উইন্ডোটি ওপেন করুন।
-টাইপিং বক্সে থাকা ‘স্মাইল’ অপশনটিতে ট্যাপ করুন, এখানে আপনি বিদ্যমান স্টিকার প্যাকগুলি দেখতে পাবেন।
-এবার একদম ডান পাশে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন।
-এরপর নীচের দিকে স্ক্রোল করলে আপনি ‘গেট মোর স্টিকার্স’ অপশনটি দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
-আপনি ক্লিক করার সাথে সাথে সরাসরি গুগল প্লে স্টোরে পৌঁছে যাবেন।
-এখানে আপনি ‘হোয়াটসঅ্যাপ স্টিকার ফর নিউ ইয়ার’ সার্চ করুন।
- এর পরে আপনি অনেক স্টিকার প্যাক পেয়ে যাবেন।
-এবার এই স্টিকার প্যাকগুলির মধ্যে থেকে যেকোনো একটি ডাউনলোড করুন।
-ডাউনলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে, স্টিকারগুলো আপনার স্টিকার সেকশনে গিয়ে স্টোর হবে, যেখান থেকে আপনি এই নিউ ইয়ার স্টিকারগুলো প্রিয়জনকে পাঠাতে পারবেন।
যেভাবে নিজের পছন্দমতো হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করবেন
আপনার নিজের পছন্দমতো স্টিকারগুলো তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে স্টিকার মেকার অ্যাপ ইনস্টল করুন। ডাউনলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে অ্যাপটি ওপেন করুন। স্ক্রিনে ‘ক্রিয়েট নিউ স্টিকার প্যাক’-এর অপশন পাবেন, সেটিতে ট্যাপ করুন। এরপর স্টিকার প্যাকের একটি নাম দিন। এবার একটি স্টিকার প্যাকের ফোল্ডার তৈরি হবে। গ্যালারি অপশনে ক্লিক করে যেকোনো একটি ফটো নির্বাচন করুন।
তারপর আপনার নিজের পছন্দ অনুযায়ী ফটোটি এডিট করে সেভ করে রাখুন। এখন আপনার স্টিকারটি পাঠানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, আপনি আপনার ইচ্ছামতো যাকে চান তাকেই এটি সেন্ড করতে পারেন।