Google Pixel Fold : গুগলের ফোল্ডেবল স্মার্টফোন কবে আসবে?
চলতি বছরেই বাজারে আসতে পারে গুগল পিক্সেলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। অনেকদিন ধরেই গুগলের এই ফোল্ডেবল পিক্সেল ফোন নিয়ে আলোচনা চলছে।
এর মধ্যেই একাধিক ওয়েবসাইটে গুগল পিক্সেল ফোল্ড ফোনের সম্ভাব্য ফিচার প্রকাশিত হয়েছে। গুগল পিক্সেলের এই ফোল্ডেবল স্মার্টফোনের কোডনাম ‘পাসপোর্ট’।
কয়েকদিন আগেই উন্মুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সির দু’টি ফোল্ডেবল ফোন। গ্যালাক্সি জেড ফ্লিপ এবং গ্যালাক্সি জেড ফ্লোড ৩ - এই দুই ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে গত একমাসে অনেক আলোচনা হয়েছে। এবার সেই ফোল্ডেবল ফোনের তালিকায় যুক্ত হচ্ছে গুগলের নাম। প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে ক্রমশ জনপ্রিয় হচ্ছে এইসব ফোল্ডেবল ফোনের ধারণা। স্যামসাং এবং গুগলের পাশাপাশি শোনা যাচ্ছে শাওমি এবং ভিভোর মতো ব্র্যান্ডও ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে।
পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, গুগল দু’বছরের বেশি সময় ধরে তাদের ফোল্ডেবল ফোন নিয়ে কাজ চালাচ্ছে। তবে এটাই প্রথম নয়। এর আগেও গুগল পিক্সেল ফোল্ডেবল ফোন প্রসঙ্গে একাধিক তথ্য ফাঁস হয়েছিল।
অন্যদিকে গুগল পিক্সেল ৬ সিরিজেরও কয়েকটি ফোন উন্মুক্ত হচ্ছে। এই সিরিজে গুগল পিক্সেল ৬ এবং গুগল পিক্সেল ৬ প্রো এই দুই ফোন উন্মুক্ত হতে পারে।
পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো - এই দুই মডেলের ডিজাইন একদম নতুন করে তৈরি করেছেন গুগল। নতুন পিক্সেল ৬ সিরিজের ফোনে গুগল নিজেদের টেনসর চিপসেট বা প্রসেসর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৯ অক্টোবর গুগল পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোন উন্মুক্ত হতে পারে।
এএ