কর্মীদের মনিটরিং সিস্টেম বিক্রি করছে অ্যামাজন
কর্মীদের নিয়মিত মাস্ক পরে অফিসে আসা এবং নিরাপদ দূরত্ব মানার বিষয়টি নিশ্চিত করতে নিজেদের তৈরি মনিটরিং সিস্টেম বিক্রি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন। কর্মীদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই মনিটরিং সিস্টেম চালু করেছিল মার্কিন এই প্রতিষ্ঠান।
বর্তমানে অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপের ক্যামেরার যে ভার্সনটি রয়েছে সম্প্রতি সেটির সংস্কার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও নতুন করে অ্যামাজনের সামনে যে সমস্যাটি বড় হয়ে উঠেছে তা হলো ফ্যাক্টরি, দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানে চাহিদামতো পণ্য সরবরাহ করা।
ব্রিটিশ প্রতিষ্ঠান দ্য ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) চলতি সপ্তাহে অ্যামাজনের কর্মীদের ব্যবহৃত এআই টুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। টিইউসির পলিসি কর্মকর্তা ম্যারি টাওয়ার্স বলেন, কর্মক্ষেত্রে সবার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, এই ধরনের প্রযুক্তি কর্মীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করবে।’
বিগব্রাদার ওয়াচ গ্রুপের প্রাইভেসি ডিরেক্টর সিলকিও কার্লো বলেন, অ্যামাজনের অ্যাপনির্ভর মনিটরিং সিস্টেম খুব বেশি উপকারী নয়। তিনি বলেন, ‘ডেটা সংগ্রহ ও নজরদারির নামে অ্যামাজনের এমন তৎপরতা নিতান্তই লজ্জাজনক।’
উল্লেখ্য, চলতি সপ্তাহে মাইক্রোসফটকে নিজেদের সফটওয়্যারে বহিরাগতদের অন্তর্ভূক্ত করার জন্য ক্ষমা চাইতে হয়।
বিবিসির খবর অবলম্বনে এইচএকে