ডেল ল্যাপটপে ম্যালওয়্যার!
যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল-এর ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে ৪টি ম্যালওয়্যার পাওয়া গেছে। ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
বলা হয়েছে, এই ম্যালওয়্যারগুলো ব্যবহার করে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর ডিভাইসে আক্রমণ চালাতে পারে। তাই ডেল-এর ডিভাইস ব্যবহারে সতর্ক হতে হবে। কারণ এটি ৩ কোটি ব্যবহারকারীর ডিভাইসের ক্ষতি করতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ডেল এক ব্লগপোস্টে ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। ব্যবহারকারীদের তারা BIOSConnect ফিচারটি ডিজেবল করে দেওয়ার পরামর্শ দিয়েছে।
এন্টারপ্রাইজ ডিভাইস সিকিউরিটি বিষয়ক প্রতিষ্ঠান এক্লিপ্সিয়ামের গবেষকরা প্রথমবারের মতো এই ম্যালওয়্যারগুলো শনাক্ত করেছে। তারা বলেছেন, ব্যবহারকারীর কম্পিউটার হ্যাক করা হলে ১২৯ ধরনের ডেল ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবলেট প্রভাবিত হতে পারে।
হ্যাকাররা কী ধরনের ক্ষতি করতে পারে?
গবেষকরা জানিয়েছেন, এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা প্রি-বুট এনভায়রনমেন্ট রিমোটলি কোড পরিচালনা করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীর অপারেটিং সিস্টেম পরিবর্তন করে ফেলা, হার্ডওয়্যার বা ফার্মওয়্যারের লেয়ারকে প্রভাবিত করা এবং অপারেটিং সিস্টেমের লেভেলগুলো ভেঙে দেওয়ার ঝুঁকি রয়েছে।
এক্লিপ্সিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যালওয়্যারগুলো গত ২ মার্চ খুঁজে বের করা হয়। ডেল-কে বিষয়টি জানানো হয় ৩ মার্চ।
এইচএকে/এএ