‘মার্ক অ্যাজ রিড’ কালার পরিবর্তন করছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপের ‘মার্ক অ্যাজ রিড’ কালার পরিবর্তন করা হচ্ছে। ফিরিয়ে নেওয়া হবে সবুজ রংয়ে। ফিচার ট্র্যাকিং ওয়েবসাইট ওয়াবইটালইনফো থেকে এতথ্য জানা গেছে।
বর্তমানে ‘মার্ক অ্যাজ রিড’ রয়েছে নীল রংয়ের। কিন্তু ডার্ক থিমে কনট্রাস্ট কম এবং টেক্সট পড়তে অসুবিধা হওয়ায় অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে প্ল্যাটফর্মটির নোটিফিকেশন টেক্সট বা ‘মার্ক অ্যাজ রিড’ এ ফিরিয়ে আনা হচ্ছে সবুজ রং।
গত সপ্তাহে এই ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইসের চ্যাটে লাইন সরানো হবে। অর্থাৎ আইফোনের চ্যাটে লাইন থাকলেও অ্যান্ড্রয়েড চ্যাটে লাইন সরিয়ে দেওয়া হবে।
এর আগে ওয়াবইটালইনফোতে বলা হয়েছিল, দ্রুত লগ-ইন করার জন্য নতুন ফিচার চালু করা হবে। ফ্রেশ কল নামে এই ফিচারের কাজ ইতোমধ্যে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে প্ল্যাটফর্মটি লগ-ইন করা যাবে।
ফ্রেশ কল ফিচার কীভাবে কাজ করবে?
অটোমেটিক ভেরিফিকেশন ব্যবহার করে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আপনার কাছে একটি কল আসবে। সেখানে ৬ ডিজিটের কোড বলা হবে। সেটি দিয়েই লগ-ইন করতে হবে। ভেরিফিকেশনের জন্য যত বার ব্যবহারকারী লগ-ইন করবেন, তত বারই আলাদা নাম্বার থেকে কল আসবে। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপকে আপনার ফোনের ফোন লগের অ্যাক্সেস দিতে হবে।
উল্লেখ্য, কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই দ্রুত লগ-ইন করার জন্য ফিচারটি ব্যবহার করতে পারবেন। আইফোন ব্যবহারকারীদের ওটিপি নাম্বার দিয়েই লগ-ইন করতে হবে।
এইচএকে/এএ