জিমেইল অ্যাকাউন্টে যেভাবে টু-স্টেপ ভেরিফিকেশন করবেন?
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও জিমেইলসহ আরও একাধিক প্ল্যাটফর্মে টু-স্টেপ ভেরিফিকেশন করার ব্যবস্থা রয়েছে। আজ জানবো, কীভাবে জি-মেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করা যায়।
ব্যবহারকারীর ফোন নাম্বার দিয়েই টু-স্টেপ ভেরিফিকেশন করা যায়। ব্যবহারকারী ছাড়া অন্য কেউ জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে চান, তাহলে ওটিটি নাম্বার চাইবে গুগল। ফলে কোনো হ্যাকার চাইলে হ্যাক করতে পারবে না।
জিমেইল অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশনের জন্য সবার আগে লগ-ইন করুন। জিমেইল অ্যাকাউন্ট লগ-ইন না করলে টু-স্টেপ ভেরিফিকেশন করা যায় না। তারপর নিম্নোক্ত উপায়গুলো অনুসরণ করুন-
মেইল খোলার পর ডান দিকের প্রোফাইল ছবি ওপেন করে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ এ ক্লিক করতে হবে। এরপর আপনি নতুন একটি ট্যাবে চলে আসবেন। বাম দিকে ‘সিকিউরিটি’ অপশনে ক্লিক করতে হবে।
এবার একটু স্ক্রল করলেই ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
তারপর ‘গেট স্টার্টেড’ এ ক্লিক করুন।
তারপর পাসওয়ার্ড দিন।
এবার ফোন নাম্বারটি বসিয়ে টেক্সট মেসেজ সিলেক্ট করুন।
ফোনের মেসেজে যে ৬ সংখ্যার ওটিটি নাম্বার আসবে সেটি লিখে নেক্সট ক্লিক করুন।
তিনটি স্টেপ পার করার পর টার্ন অন সিলেক্ট করুন। এবার আপনার জি-মেইল অ্যাকাউন্টটির টু-স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে।
এইচএকে/আরআর/এএ