তিয়েনমেন বিক্ষোভ নিয়ে পোস্ট সরিয়ে দিল চীনা সোশ্যাল মিডিয়া
গণতন্ত্রের দাবিতে চীনের তিয়েনমেন স্কয়ারের বিক্ষোভকে কেন্দ্র করে সম্প্রতি একটি পোস্ট সরিয়েছে দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শিয়াঅহোংসু। ১৯৮৯ সালের ৪ জুন ঐতিহাসিক বিক্ষোভটি সংঘটিত হয়। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
চীনের ইন্সটাগ্রাম হিসেবে পরিচিত শিয়াঅহোংসু প্ল্যাটফর্মে দেওয়া পোস্টের শিরোনাম ছিল ‘উচ্চস্বরে বলো : আজকের তারিখ কত?’। পোস্টটি শেয়ার করেছিলেন দেশটির ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারী। নিরাপত্তার কথা ভেবে তাদের পোস্টও সরিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্ল্যাটফর্মটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পোস্টটি তিয়েনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া হয়েছিল। এ সময় ওয়ালস্ট্রিট জার্নালের সংবাদকর্মীকে সংশ্লিষ্ট ব্যক্তি বলেছেন, পোস্টটি তিয়েনমেন বিক্ষোভকে কেন্দ্র করে দেওয়া হয়নি।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীরা গণআন্দোলন গড়ে তোলে। সে বিক্ষোভে চীনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অসংখ্য মানুষের প্রাণহানি হয়। একে কেন্দ্র করেই চীনা সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দেওয়া হয়েছিল। পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে সেটি সরিয়ে দেওয়া হয়।
বর্তমানে চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন চলছে। ২০২০ সালের ১৫ জুন থেকে এ আন্দোলন শুরু হয়। সেখানকার গণতন্ত্রপন্থী রাজনৈতিক নেতাদের গণগ্রেপ্তারের মধ্যেই তিয়েনমেন স্কয়ারের বিক্ষোভ নিয়ে দেওয়া পোস্ট সরিয়ে দেওয়া হলো।
গত শুক্রবার হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা চো হাং টুংকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে বিবিসি জানায়, তিনি হংকং জোটের ভাইস চেয়ারউইম্যান। বেইজিং কর্তৃপক্ষ গ্রেপ্তারের কারণ দেখিয়ে বলেছে, টুং হংকংয়ে চীনের আইন বহির্ভূত সমাবেশ করেছেন। উল্লেখ্য, চো হাং টুং তিয়েনমেন স্কয়ারে নিহতদের স্মরণে গত ৪ জুন সমাবেশ করেন।
এইচএকে/টিএম/এএ