অনলাইনে ক্যামেরা অর্ডার করে পেলেন খালি বাক্স!
অ্যামাজন ওয়েবসাইট থেকে ক্যামেরা অর্ডার করে প্রতারিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বাসিন্দা বিল চিলিস ও তার স্ত্রী কেলি চিলিস। কিন্তু পার্সেল হাতে পেয়ে দেখলেন ক্যামেরার বদলে এসেছে দুটি খালি বাক্স।
অনলাইনে অর্ডার করার সময় চিলিস দম্পতি ক্যামেরাটির মূল্য হিসেবে অ্যামাজনকে পেমেন্ট করেছিলেন সাত হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা।
নিউজউইকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিল চিলিস ও কেলি চিলিস পেশায় আলোকচিত্রী। বিয়ে, জন্মদিনসহ যেকোনো অনুষ্ঠানের ছবি তোলাই তাদের কাজ। পেশাগত কারণে তারা অ্যামাজন ওয়েবসাইট থেকে সনি আলফা-১ মডেল অর্ডার করেছিলেন।
যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় টেলিভিশনকে তারা জানান, ‘অ্যামাজন থেকে আমরা আগেও ক্যামেরা কিনেছি। কিন্তু তখন এমন সমস্যা হয়নি।’
বিল চিলিস বলেন, ‘থার্ড পার্টি ডেলিভারির ব্যাপারে এমনটি হয় শুনেছি। কিন্তু অ্যামাজন এমনটি করবে সেটি কখনো চিন্তাও করিনি।’
বিল চিলিস অ্যামাজনের কাছে বিষয়টি জানান। কিন্তু সেখানকার একজন প্রতিনিধি বিল চিলিসকে বলেন, ‘এক্ষেত্রে আমার কিছুই করার নেই।’
বিল চিলিস ও কেলি চিলিস দুজনেই এমন চাঞ্চল্যকর ঘটনা বিশ্বাস করতে পারছেন না। তারা এ বিষয়ে যথাযথ প্রমাণ দেখানোর পরেও অ্যামাজন মানতে চাইছে না।
উল্লেখ্য, কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ইউপিএসের স্টিকারে প্যাকেটের ওজন দুই পাউন্ড লেখা রয়েছে। অথচ তারা ওয়েবসাইটে লেখা দেখেছেন সেটির ওজন তিন পাউন্ডের বেশি।
এইচএকে/এএ