অফিসে যাওয়ার জন্য উবার ব্যবহার বাড়ছে

বিশ্বের অন্যতম জনপ্রিয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখেছে। সম্প্রতি প্রকাশিত ‘উবার ইকোনোমিক ইমপ্যাক্ট রিপোর্ট বাংলাদেশ ২০২৪’ অনুযায়ী, উবার এক বছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ৫৫০০ কোটি টাকার অবদান রেখেছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান মো. ইয়াসীন-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উন্মোচন করা হয়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে যে, উবার মটো ও অটো সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকা যুক্ত করেছে।
রাইডশেয়ারিং কীভাবে বদলে দিচ্ছে বাংলাদেশ?
উবারের মতো রাইডশেয়ারিং সেবা শহরের ব্যস্ত জীবনে কার্যকর পরিবর্তন নিয়ে এসেছে। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, ভ্রমণের নিরাপত্তা এবং ব্যস্ত নগরজীবনে সাশ্রয়ী মূল্যে যাতায়াতের সুবিধা উবারকে জনপ্রিয় করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮২% যাত্রী অফিসে যাতায়াতের জন্য উবার ব্যবহার করেন। উবারের ফলে প্রতি বছর আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে, যার অর্থনৈতিক মূল্য ৯৪ কোটি টাকা। ৮১% যাত্রী মনে করেন, উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার তুলনায় অনেক বেশি সহজ।
কর্মসংস্থান ও আয়ের নতুন দ্বার উবার
উবার শুধু যাত্রীদের জন্য সুবিধা নিয়ে আসেনি, বরং চালকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করেছে। এই প্রতিবেদনে উঠে এসেছে যে, উবার চালকরা অন্যান্য চাকরি বা পেশার তুলনায় বেশি উপার্জন করছেন।
- উবার চালকরা অন্যান্য বিকল্প কর্মসংস্থানের তুলনায় গড়ে ৪২% বেশি আয় করছেন।
- ৭৬% চালক বলেছেন, উবার তাদের প্রথম আয়ের মাধ্যম।
- উবার প্ল্যাটফর্মের কারণে ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
- ৫০% চালক মনে করেন, উবার না থাকলে তাদের কাজের সুযোগ কমে যেত।
পর্যটন শিল্পেও উবারের অবদান গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে উবার বাংলাদেশে পর্যটনের বিকাশে ২৯০ কোটি টাকা যোগ করেছে, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করেছে।
নারীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য রাইডশেয়ারিং
নারীদের জন্য নিরাপদ যাতায়াত এখনো এক বড় চ্যালেঞ্জ। কিন্তু উবারের মতো প্রযুক্তিনির্ভর পরিবহন সেবা নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তা দিচ্ছে।
- ৯৫% নারী যাত্রী বলেছেন, নিরাপত্তার কারণে তারা উবারকে বেছে নেন।
- ৮৯% যাত্রী মনে করেন, উবার হলো রাতে বাড়ি ফেরার সবচেয়ে নিরাপদ মাধ্যম।
- ৭৮% যাত্রী মনে করেন, উবার না থাকলে রাতে নিরাপদ যাতায়াত কঠিন হতো।
- ৮৭% যাত্রী বলেছেন, উবারের কারণে শহরের যাতায়াত আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
নারীদের জন্য আরও সুবিধাজনক করতে উবার নিয়মিত নিরাপত্তা আপডেট ও নতুন ফিচার সংযোজন করছে, যাতে তাদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়।
পরিবহন খাতের ভবিষ্যৎ এবং উবারের পরিকল্পনা
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেছেন, "উবার দেশের পরিবহন ব্যবস্থাকে বদলে দিচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। আমরা আমাদের ইতিবাচক প্রভাব নিয়ে গর্বিত এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, "বাংলাদেশ সরকার দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ও কর্মসংস্থান সৃষ্টিতে উবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"