স্বাস্থ্য-ফিটনেসকেন্দ্রিক সোশ্যাল মিডিয়া ফিটসোমনিয়া
উদীয়মান স্বাস্থ্য সচেতন প্রজন্মকে সামনে রেখে এক নতুন মাত্রার ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ফিটসোমনিয়া। এটি স্বাস্থ্য, ফিটনেস ও ওয়েলনেসকেন্দ্রিক সোশ্যাল মিডিয়া অ্যাপ। যেখানে শুধু স্বাস্থ্য, ফিটনেস আর ইতিবাচক জীবনধারার ওপর জোর দেওয়া হয়েছে।
নতুন প্রজন্মের এই অ্যাপে রয়েছে অত্যাধুনিক এআই ফিচার, স্পট/নট ফিচার, পোল ফিচার, ডায়েট ফিচারসহ বেশকিছু অত্যাধুনিক ফিচার। যা আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজতর করে তুলবে।
এ ছাড়াও অ্যাপে রয়েছে চ্যালেঞ্জ ও বিশেষ অফার, যার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন বিশেষ পুরস্কারও।
ফিটসোমনিয়া কীভাবে কাজ করে?
অত্যাধুনিক এআই চ্যাটবট
ফিটসোমনিয়ার বিশেষ আকর্ষণ হলো “উজ্জীবক”, যা এআই-চালিত এক ভার্চুয়াল ফিটনেস সহকারী। ব্যক্তিগত ওয়ার্কআউট পরামর্শ, ডায়েট পরিকল্পনা, এমনকি মানসিক অনুপ্রেরণা পর্যন্ত— সবই প্রদান করে এই চ্যাটবট। প্রতিটি ব্যবহারকারীর দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য বিশ্লেষণ করে আলাদা আলাদা কাস্টমাইজড পরামর্শ দেয় চ্যাটবট।
স্পট/নট ফিচার
স্পট/নট ফিচারের মাধ্যমে ফিটসোমনিয়ায় ইচ্ছেমতো জিমপার্টনার বেছে নিতে পারবেন। এ ফিচারের সাহায্যে নতুন বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি মিলবে সঠিক মোটিভেশন ও সাপোর্ট।
পোল ফিচার
ব্যবহারকারীরা এখানে নানা ধরনের ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ক পোল বা জরিপে অংশ নিয়ে ইন-অ্যাপ পুরস্কার জিতে নিতে পারবেন।
ডায়েট ফিচার
দৈনন্দিন জীবনে বুঝেশুনে ক্যালোরি গ্রহণের সুবিধা পাওয়া যাবে এ ফিচারের মাধ্যমে। যেখানে ব্যবহারকারীরা সহজে খাবারের তথ্য এন্ট্রি করে নিজের ক্যালোরি গ্রহণ সম্পর্কে জানতে পারবেন এবং একই সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অনিয়মিত জীবনযাপন সমস্যার সমাধানে সহায়তা করে এ ফিচার।
হল অব ওয়েটস
মাসিক চ্যালেঞ্জ ও দ্রুততম ফিটনেস লক্ষ্য অর্জনকারীদের পরিচিতি তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ বোর্ড। নিয়মিত ফিটনেস চ্যালেঞ্জের মাধ্যমে ব্যবহারকারীরা পেতে পারেন বিশেষ অফার ও প্রাইজ।
এদিকে চলতি বছরের বিপিএলেও ফিটসোমনিয়ার সরব উপস্থিতি দেখা গেছে। স্টেডিয়াম এলাকায় থাকছে ফিটসোমনিয়ার স্টল, যেখানে অ্যাপটির বিভিন্ন ফিচার পরীক্ষা করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ফিটসোমনিয়া ডাউনলোড করা যাবে বিনামূল্যে। এ ছাড়া অন্যান্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট (www.fitsomnia.com) এবং ই-মেইলে ([email protected])।
ফিটসোমনিয়ার প্রতিষ্ঠাতা বাংলাদেশি দুই যুবক মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তারা বলেন, দেশের তরুণ প্রজন্মকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনে সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনের পথে ধাবিত করাই এই অ্যাপের মূল উদ্দেশ্য। যেখানে সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে গিয়ে শুধু স্বাস্থ্য, ফিটনেস আর ইতিবাচক জীবনধারা নিয়ে আলোচনা করা যায়।
তারা আরও বলেন, স্বাস্থ্য, খেলা আর বন্ধুত্বের দিক থেকে একটি সুস্থ, সামাজিক পরিবেশ তৈরি করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখে এই প্ল্যাটফর্ম।
এমজে