মশা মারার লিকুইড ভেপোরাইজার মেশিনে কত বিদ্যুৎ খরচ হয়?
শান্তিতে ঘুমানোর জন্য বড় বাধা হচ্ছে মশা। তাই মশার কামড় থেকে বাঁচতে বাড়িতে অনেকেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করে থাকেন। এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয় জানেন?
সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে ব্যবহারকারী কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার ওপর। তবে বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।
অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।
যদি পুরো মাসের হিসাব করা হয় তাহলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘণ্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
মশা মারার মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনার উত্তপ্ত হয়ে রিফিলে থাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।
এমএ