আইফোন ১৬ : চমক থাকবে আইফোন ১৫ এর চেয়েও বেশি
আইফোন ১৫ এখন বাজারে। নতুন আইফোন নিয়ে ব্যবহারকারীরা বেশ উচ্ছ্বসিত। এই সিরিজের আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে ৫এক্স অপটিক্যাল জুম সমর্থিত নতুন পেরিস্কোপ ক্যামেরা। এর সাথে তাল মিলিয়ে আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্সে টেট্রাপ্রিজম টেলিফটো ক্যামেরা লেন্স দেওয়া হবে।
যদিও অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও এক প্রতিবেদনে দাবি করেছেন, শুধু টপ-এন্ড নয়, আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্সে একই লেন্স দিয়ে উন্মুক্ত করা হবে।
এদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ফোনে থাকা টেট্রাপ্রিজম লেন্সটি ডিভাইসের বডি অধিক পুরু না করেই ক্যামেরার ফোকাল লেন্থকে আরও দীর্ঘ করার অনুমতি দেয়। এর কারণে লেন্সের ভেতরে আরও বেশি আলো প্রবেশ করতে পারে। যা কার্যকরভাবে লেন্স এবং সেন্সরের মধ্যে দূরত্ব বাড়ায়।
আইফোন ১৫ প্রো মডেলে ৩এক্স অপটিক্যাল জুম যুক্ত লেন্স দেওয়া হয়েছে। ফলে ২০২৪ সালে আইফোন ১৬ প্রো মডেলটিকে যদি সত্যি টেট্রাপ্রিজম লেন্সের সাথে নিয়ে আসা হয়, তবে এটি এই বছরের সবচেয়ে প্রিমিয়াম আইফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে।
মিং-চিং কুও তার প্রতিবেদনে বলেছেন, টেট্রাপ্রিজম লেন্স তৈরি করা জটিল এবং শুধুমাত্র লার্গান কোম্পানিই এটি তৈরি করতে পারে। একটি মাত্র কোম্পানির পক্ষে প্রত্যেকটি আইফোন মডেলের জন্য এই লেন্স তৈরি করা সম্ভব নয়। সাপ্লাই চেইনেও কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। যে কারণে এই বছর শুধুমাত্র আইফোন ১৫ প্রো ম্যাক্সে মডেলে এই লেন্স দেওয়া হয়েছে।
যদিও মিং-চিং কুও বলেছেন, আগামী বছরে হয়তো টেক জায়ান্টটি লার্গান-এর পাশাপাশি জিনিয়াস নামের অপর একটি সরবরাহকারী কোম্পানিকেও টেট্রাপ্রিজম লেন্স তৈরি করার চুক্তি দিতে পারে। যাতে লেন্স উৎপাদন আরো বাড়ানো যায় এবং আইফোন ১৬ প্রো সহ অন্যান্য আইফোন মডেলেও টেট্রাপ্রিজম লেন্স ব্যবহার করা সম্ভব হয়।