ওয়াচ সিরিজ ৯-এ অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে অ্যাপল
সিরিজ ৯-এর স্মার্টওয়াচ এনেছে অ্যাপল। এখন থেকে বাজারে মিলবে অ্যাপল ওয়াচ সিরিজ ৯। নতুন এই সিরিজে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে বলে দাবি অ্যাপলের। অ্যাপল বলছে, আগের সিরিজের ঘড়ির তুলনায় ৩০ শতাংশ দ্রুত কাজ করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৯। কারণ এতে নতুন এস৯ চিপও সংযুক্ত করা হয়েছে।
অ্যাপল জানিয়েছে, এতে ‘ডবল ট্যাপ’ ফিচার যোগ করা হয়েছে। যে ফিচারের ফলে ঘড়ি না ছুঁয়েই ফোন ধরার মতো কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।
শুধু তাই নয়, অ্যাপল ওয়াচ সিরিজ ৯-এ যুক্ত করা হয়েছে সিরি। সেই সঙ্গে এতে একটি বিশেষ প্রযুক্তি থাকবে। যা ব্যবহারকারীদের হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পেতে সাহায্য করবে বলে দাবি করেছে অ্যাপল।
এদিন অ্যাপল তার ফ্ল্যাগশিপ পণ্য আইফোন ১৫ সিরিজও উন্মুক্ত করেছে। আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন ব্যবহারকারীরা। অবশেষে আইফোন ১৫-তে সেই চার্জার যুক্ত করল অ্যাপল।
জেডএস