উবারে কোন দিনের যাত্রীরা বেশি ভুল করেন
বিশ্বের যেসব শহরের মানুষ উবারে সবচেয়ে বেশি জিনিসপত্র রেখে যান সেই তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের সপ্তম সংস্করণে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যেখানে বলা হয়েছে, শুক্রবারের যাত্রীরা উবারে সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে রেখে যান। যাত্রীদের ভুলে যাওয়ার তালিকার প্রথম ৫টি জিনিস হলো - মোবাইল, ব্যাগ, ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র।
চলতি বছর ঈদের মৌসুমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে রেখে গেছেন। বেশিরভাগ মোবাইল ফোন ও ক্যামেরা ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে।
গত বছর বাংলাদেশ জুড়ে যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দু’টি স্থানে ছিল ফোন এবং ব্যাগ। তালিকায় এর পরেই ছিল ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র। বাংলাদেশীরা উবারে এরকম সাধারণ জিনিসপত্র যেমন ভুলে ফেলে রেখে গেছেন, তেমনি ভুলে রেখে গেছেন ল্যাপটপের মতো প্রয়োজনীয় বস্তুও।
প্রতিবেদনে দিনভিত্তিক কোন কোন জিনিস বেশি হারিয়েছে সেটিও দেখানো হয়েছে। এর মধ্যে যাত্রীরা মোবাইল ফোন/ক্যামেরা বেশি হারিয়েছেন শুক্র, শনি ও বুধবার। হেডফোন বেশি হারিয়েছেন সোমবার। যাত্রীরা ওয়ালেট/কার্ড হোল্ডার বেশি হারিয়েছেন রবি ও মঙ্গলবার এবং ল্যাপটপ বেশি হারিয়েছেন বৃহস্পতিবার।
সময়ভিত্তিক তথ্যে বলা হয়েছে, সকাল ৯টায়, দুপুর ১টায় এবং বিকাল ৪টায় বাংলাদেশের উবার যাত্রীদের জিনিসপত্র হারানোর হার বেশি।