অর্ডার করা ১০ আইফোন চুরি করল ডেলিভারি ম্যান!
কোথাও অর্ডার করার পর সঠিক জিনিসটি ক্রেতা বুঝে পাবেন এমনটাই প্রত্যাশা থাকে। কিন্তু ক্রেতাকে ধোকা দিয়ে অনেক সময় ডেলিভারি ম্যান উল্টো কাজও করেন। এমনই ঘটনা ঘটেছে ভারতের গুরুগ্রামে।
পিটিআই জানিয়েছে, গুরুগ্রামের একটি ই-কমার্স সাইটের ডেলিভারি ম্যান ১০টি আইফোন চুরি করেছেন। ক্রেতার কাছে আইফোন পৌঁছে দেওয়ার ঠিক আগেই আইফোন বের করে তার পরিবর্তে অন্য ভুয়া ফোন বক্সে ভরে দেন ওই ডেলিভারি ম্যান।
সম্প্রতি রবি নামের এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করেন।
গত ২৭ মার্চ ওই অভিযোগে তিনি পুলিশকে বলেন, ললিত নামের ওই ডেলিভারি ম্যান ১০টি আইফোন এবং একটি এয়ারপড ডেলিভারি করতে যাচ্ছিলেন এক ক্রেতার কাছে। কিন্তু সরাসরি ক্রেতার হাতে সেই পার্সেল বক্সটি তুলে না দিয়ে ফেরত নিয়ে আসেন। এই সময়ে বক্সে তিনি আইফোনের মতো দেখতে ভুয়া ফোন ভরে দেন।
ললিত জানান, কোন কারণে ক্রেতা পার্সেলটি নিতে পারেননি। কিন্তু ওই ক্রেতা পরে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে সন্দেহ বাড়ে। পার্সেলটি খুলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেখতে পান বাক্সে নকল আইফোন!
ঘটনার পর থেকেই ডেলিভারি ম্যান ললিত পলাতক রয়েছে। পুলিশ তার খোঁজ করছে। তার নামে একাধিক ধারায় মামলা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০টি আইফোন চুরি করে অর্থ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে ওই ডেলিভারি ম্যান।