মধ্যপ্রাচ্যজুড়ে সাবস্ক্রিপশন খরচ কমাল নেটফ্লিক্স
প্রাইস, ফিচার এবং একই সময়ে কয়টি ডিভাইসে স্ট্রিম করা যাবে এর ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের কয়েকটি সাবস্ক্রিপশন রয়েছে। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সাবস্ক্রিপশন খরচ কমিয়েছে।
ধারণা করা হচ্ছে, নেটফ্লিক্স এই অঞ্চলের গ্রাহকদের আরো আকৃষ্ট করার জন্য তাদের পরিষেবাগুলো আরও সাশ্রয়ী করছে। এটি তাদের কৌশলগত একটি পদক্ষেপ।
ইয়েমেন, ইরাক, তিউনিসিয়া, জর্ডান, ফিলিস্তিন, লিবিয়া, আলজেরিয়া, লেবানন, ইরান এবং সুদানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বেসিক প্ল্যানের দাম এখন মাত্র ৩ ডলার। যা পূর্বে ৭.৯৯ ডলার ছিল। স্ট্যান্ডার্ড প্ল্যানটি ৯.৯৯ ডলার থেকে ৭.৯৯ ডলারে নামিয়ে আনা হয়েছে এবং প্রিমিয়াম প্ল্যানটি ১১.৯৯ ডলার থেকে ৯.৯৯ ডলারে নামিয়ে আনা হয়েছে।
মরোক্কোতে বেসিক প্ল্যানের দাম ৬৫ মরোক্কান দিরহাম থেকে কমিয়ে ৩৫ দিরহাম করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্ল্যান ৯৫ থেকে কমিয়ে ৬৫ দিরহাম করা হয়েছে এবং প্রিমিয়াম প্ল্যান ১৫৫ দিরহামের পরিবর্তে ৯৫ দিরহামে নামিয়ে আনা হয়েছে।
তবে সৌদি আরব এবং সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোতে সাবস্ক্রিপশন পরিকল্পনায় কোনও পরিবর্তন হয়নি। সংযুক্ত আরব আমিরাতেও দামের কোনো পরিবর্তন আনা হয়নি।
নতুন গ্রাহকদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যানগুলো সাইন আপ করার পরপরই কার্যকর হবে। কিন্তু যারা পূর্ব থেকেই যুক্ত ছিলেন তারা চলতি সপ্তাহ থেকে এই সুবিধা পাবেন না। তাদের জন্য আগামী সপ্তাহ থেকে এই সুবিধা চালু করা হবে এবং পরবর্তী বিলিং থেকে কার্যকর হবে।