সেলেব্রেটি শেফের পেজ ব্যান করলো ফেসবুক
করোনাভাইরাস নিয়ে বারবার ভুল তথ্য ছড়ানোর দায়ে অস্ট্রেলিয়ার জনপ্রিয় শেফ পেট ইভান্সকে ব্যান করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ১০ লক্ষাধিক ফলোয়ার রয়েছে। ইভান্স করোনা মহামারি ও ভ্যাকসিন নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছিলেন বলে জানায় ফেসবুক।
বৃহস্পতিবার ফেসবুক জানায়, কোভিড-১৯ ও এর ভ্যাকসিন নিয়ে কেউ ভুল তথ্য পরিবেশন করলে তা কারোর শারীরিক সমস্যার কারণ হতে পারে।
ইভান্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো দুই লাখ ৭৮ হাজার অনুসারী অ্যাকটিভ রয়েছে। তার দেওয়া পোস্ট সিডনির বাসিন্দাদের জনস্বাস্থ্য অফিসের নির্দেশনা অমান্য করতে ও করোনা টেস্ট না করাতে উৎসাহিত করতে পারে।
অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ এ নগরী করোনার শতাধিক গুচ্ছ সংক্রমণের বিরুদ্ধে লড়ছে।
এর আগেও ফেসবুকে ভুল তথ্য ও ঘৃণা ছড়ানোর দায়ে বেশ কিছু জনপ্রিয় ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করা হয়। যাদের মধ্যে অন্যতম অ্যালেক্স জোনস, কট্টরপন্থী মিলো ইয়ান্নোপোলোস প্রমুখ। ইভান্স এর আগে সিউডোসায়েন্টিক ডায়েটিং নিয়ে তার বিভিন্ন ব্যবসায়িক লিংক ফেসবুকে শেয়ার করতেন। এসব প্যালেওলিথিক ডায়েট শেয়ার দেয়ায় তাকে ‘প্যালিও’ নামে ডাকা হত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নাৎসিদের প্রতীক ‘ব্লাক সান’ পোস্ট করায় কয়েকটি কোম্পানি তাকে বাদ দিয়ে দেয়।
ইভান্স এসব অভিযোগ অস্বীকার করেন এবং তার ভাষায় ‘ভীতিমূলক প্রপাগান্ডা’ ছাড়ানোর নিন্দা জানান।
ওএফ