২০২২ সালে ১৪০০ গুজব চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার
২০২২ সালে ১ হাজার ৪০০টি গুজব শনাক্ত ও সত্যতা যাচাই করেছে গুজব শনাক্তকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
সোমবার (২ জানুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
রিউমার স্ক্যানার জানায়, ২০২২ সালে ১৪০০টি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। এর মধ্যে জানুয়ারি মাসে ৮২টি, ফেব্রুয়ারিতে ৯০টি, মার্চে ১১৯টি, এপ্রিলে ৯০টি, মে মাসে ৭২টি, জুন মাসে ১৩০টি, জুলাইয়ে ১০৫টি, আগস্টে ১৫০টি, সেপ্টেম্বরে ১৩৩টি, অক্টোবরে ১৩০টি, নভেম্বরে ১৪২টি এবং ডিসেম্বর মাসে ১৫৭টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
রিউমার স্ক্যানার একটি স্বাধীন উদ্যোগ, যাদের প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ২০২০ সালের ১৭ মার্চ রিউমার স্ক্যানার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ওএফএ/এসকেডি