সেপ্টেম্বরে ২৬ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল
সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ সেপ্টেম্বর মাসে ভারতে ২৬ লাখের বেশি অ্যাকাউন্ট বাতিল করেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি জানিয়েছে, তারা নতুন তথ্যপ্রযুক্তি বিধি ২০২১ অনুসারে এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।
ভারতে এই মেসেজিং প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন। এরমধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ৬৬৬টি অভিযোগ পেয়েছে এবং ২৩টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানায়, ‘বিধি ২০২১ অনুসারে গত সেপ্টেম্বর মাসের প্রতিবেদন প্রকাশ করছি। এতে ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে নেওয়া ব্যবস্থার বিবরণ দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২৬ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট বাতিল করেছি।’
প্রসঙ্গত গত আগস্ট মাসে হোয়াটসঅ্যাপ ভারতে ২৩ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল।
ভারতের তথ্যপ্রযুক্তি নিয়ম ২০২১-এর অধীনে, পাঁচ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে হবে।
এর মাধ্যমে একটি উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত এবং জবাবদিহিমূলক ইন্টারনেট ব্যবহারের দিকে যাচ্ছে ভারত। বিষয়টি নিয়ে যদিও বিতর্ক আছে, তবু কেউ কেউ এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছে।