ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা যাবে হোয়াটসঅ্যাপে
ব্যবহারকারীদের জন্য ‘আনডু ডিলিট’ নামের নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা যাবে।
গুগলের জিমেলের ক্ষেত্রেও এমন ফিচার রয়েছে। ভুল করে কোনও মেইল সেন্ড করলে তা কিছু সময়ের মধ্যে ‘আনডু’ করার সুবিধা রয়েছে। সেই ফিচারকে চিন্তায় রেখেই এবার হোয়াটসঅ্যাপ এমন ফিচার নিয়ে আসছে।
কবে নাগাদ এই ফিচার আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে খুব শিগগিরই চালু হবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ তিনটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে। সেগুলো হল- কাউকে না জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, অনলাইন স্টেটাস কে দেখবে তা নিয়ন্ত্রণ করা,‘ভিউ ওয়ান্স’ মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া অন্যদের বিরত রাখা।
সম্প্রতি মার্ক জুকারবার্গ বলেছেন, ‘কীভাবে আপনাদের মেসেজকে সুরক্ষিত রাখা যায় তা নিশ্চিত করতে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে।’
জানা গেছে, আগামীতে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলেও লুকিয়ে রাখা যাবে নিজের নম্বর। যদিও সেটি শুধু গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন।
এএ